নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতা হারানো সরকারের আমলে সরকারি টেন্ডার বাণিজ্যে রাতারাতি শতকোটি টাকার মালিক বনে গেছেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব। সাবেক ছাত্রলীগ নেতা এই প্রকৌশলীর বিরুদ্ধে রয়েছে অর্থপাচার, ঘুষ, রাজনৈতিক দমনপীড়নে অর্থ জোগান এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ।

 

একাধিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, টেন্ডার বাণিজ্যের সিন্ডিকেট গড়ে উঠেছে তার নেতৃত্বে। পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে গিয়ে নিয়মনীতি ভেঙে, ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। জানা গেছে, গণপূর্ত মন্ত্রণালয়ের এক গোপন প্রতিবেদনে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া গেছে।

 

শুধু দুর্নীতি নয়, ক্ষমতার রাজনীতিতে ছাত্র-জনতার উপর নিপীড়নে এই কর্মকর্তা অর্থের জোগানদাতা ছিলেন বলেও অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলন দমন করতে ছাত্রদের ওপর হামলার মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম ছিলেন আহসান হাবীব।

 

৫ আগস্ট প্রধানমন্ত্রীর ভারত পালানোর পরও তিনি থেকে যান স্বপদে, এবং ‘বিশেষ দোসর’ হিসেবে কর্মস্থলে থেকে যান দাপটের সঙ্গে। রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া হত্যা মামলায় ৭০ নম্বর আসামি তিনি (মামলা নং ৮৭৪/২০২০)।

 

এছাড়াও জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কে এম শাহরিয়ার শুভ গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজুর আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন এবং পরে মামলাটি রূপ নেয় একটি পূর্ণাঙ্গ হত্যা মামলায়। মামলার আরেকটি অনুরূপ অভিযোগে জামাল মিয়া নামের একজন ভুক্তভোগী গত ২৯ অক্টোবর থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন (ধারা ৩০২/৩৪)।

Leave a Reply