কুমিল্লা জেলা প্রতিনিধি:- 

অদ্য ২১ জুন ২০২৫ খ্রি. শনিবার কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুমিল্লার আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়,পুলিশ সুপার,কুমিল্লা।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় বলেন, “পুলিশ সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রম করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন। এই ধরনের আয়োজন তাদের মানসিক ও শারীরিক প্রশান্তি প্রদানে সহায়ক হবে। আগামীতে আমরা পুলিশ সদস্যদের কথা বিবেচনা করে এমন আয়োজন বৃহৎ পরিসরে করার চেষ্টা করবো।”

উৎসবে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন ফল যেমন আম, লিচু, কাঁঠাল, আনারস, জাম, পেঁপে, কলা ও অন্যান্য মৌসুমি ফল সহ প্রায় ৩৪ প্রকার বাহারি ফল প্রদর্শন করা হয় এবং সেগুলি পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়।

প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীম কুদ্দুস ভূঁইয়া ও কুমিল্লা জেলা পুলিশের সার্কেল অফিসারগণ , কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জ , অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, আরআই(ভারপ্রাপ্ত), পুলিশ লাইন্স, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply