নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা-কেরানীগঞ্জ-দোহার সড়কের রোহিতপুর নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী এলাকায় নবকলি চলন্ত বাসের চাকা খুলে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাফিয়া (৭১) নামে এক নারী নিহত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম মৃত আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী জাফর ইকবাল জানান, নিহত সাফিয়া বেগম আমার আপন নানী। আমরা বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে ছিলাম। এমন সময় নবাবগঞ্জ থেকে গুলিস্তানের উদ্যেশ্যে ছেড়ে আসা নবকলি পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭৫৭৯) গাড়ির পেছনের চাকা খুলে এসে আমার নানীর গায়ে উঠে যায়। এতে আমার নানী গুরুতর আহত আহত হয়। পরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে ও পরে শ্যামলী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পারিবারিক সমঝোতার ভিত্তিতে কোন প্রকার মামলা-মোকদ্দমা ছাড়াই রাত সাড়ে ১০ টায় নিহত সাফিয়া বেগমকে নতুন সোনাকান্দা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply