সোহাগ আকন, মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলার ডুবিতে নিহতের ঘটনায় ড্রেজার-বালু ব্যবসায়ী সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেন ভয়ানক সেই ট্রলার ডুবি থেকে স্বজন হারিয়ে বেঁচে ফেরা রুবেল শেখ। তিনি গতকাল রবিবার লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি তদন্ত করে আজ সোমবার মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলায় সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জাহিদ শিকদারকে ২ নম্বর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে ৩ নম্বর আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বাসায় গেলে তাদের সন্ধান পাওয়া যায়নি। এমনকি ফোনও বন্ধ করে রেখেছেন তারা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন, মামলাটি আমাদের থানায় হওয়ার পর নৌ-পুলিশ মামলাটি নিয়ে তদন্ত করছে। তবে বাল্কহেডটি পুলিশের হেফাজতে রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহবুবুর রহমান বলেন দেশ রূপান্তরকে বলেন, এই ঘটনার সাথে জড়িত সুকানি ও ড্রাইভারসহ সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় যুবলীগ-ছাত্রলীগ যে কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকুক না কেনো, আইনের ঊর্ধ্বে কেউ না। সবাইকেই আইনের আওতায় আনা হবে

Leave a Reply