নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এবি ব্যাংঙ্কের তৃতীয় তলায় সালমান ফজলুর রহমানের ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
দোহার উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোসা. মিতু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আঁখি আক্তার, দোহার পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা আক্তার, মুকসুদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার, রাইপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুব মহিলা লীগের নেত্রী নাছিমা আক্তার, সোনিয়া আক্তার সহ উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দোহার উপজেলায় পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। উন্নয়নের ক্ষেত্রে কেউ পিছিয়ে থাকবে না। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আর সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং দোহার-নবাবগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আঁখি আক্তার বলেন, ২০০২ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ যুব মহিলা লীগ। বর্তমানে আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচীতে রাজপথের অন্যতম ভ্যানগার্ড হিসেবে পরিচিতি লাভ করেছে যুব মহিলা লীগ।
তিনি আরও বলেন, জনগণের কাতারে থেকে জনপ্রতিনিধি হওয়া যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ কেন্দ্রীয় নেত্রীদের হাত ধরে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশা আল্লাহ।

Leave a Reply