মাটি মামুন (রংপুর) থেকেঃ  রংপুর নগরীর কাকলী লেনে অবস্থিত ইউনি এইড হাসপাতালে এক প্রসূতীর ভুল অপারেশন নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজন দের অভিযোগ চিকিৎসক ছাড়াই হাসপাতালের অদক্ষ লোকজন দ্বারা প্রসূতীর অস্ত্রপাচার করায় শিশু টির মৃত্যু হয়েছে।

Leave a Reply