ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে নাসির উদ্দীন বেকারিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার কৈলাইলে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজলার কৈলাইলে নাসির উদ্দিন বেকারি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বেকারিতে কেক তৈরি করতে পাম ওয়েল ব্যবহারের পাশাপাশি অত্যন্ত নোংরা পরিবেশে অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করে আসছে। ভ্রাস্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ ছাড়া স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স গ্রহণ করার জন্য বলা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply