নিজস্ব সংবাদ দাতাঃ

ঢাকার দোহার উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলো- দোহার উপজেলার শিলাকোঠা বাংলাবাজার এলাকার মৃত শেখ লতিফের ছেলে শেখ জুলহাস(৩৫) ও নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর এলাকার মান্নান খানের ছেলে মনির খান(৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলার পানকুন্ডু এলাকার গদিষ্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর হতে অবৈধ মাদক ব্যবসায়ী শেখ জুলহাস ও মনির খানকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply