আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া সুজনকাঠি এলাকার সড়ককের, বটতলায় বাইসাইকেল ও ইজিবাইক চালানো অবস্থায় দূর্ঘটনায়  ওলি খান নামে এক জন নিহত হয়েছে। ২৭শে অক্টোবর সকাল ৯ টা ২০ মিনিটে সময় ইজিবাইকটি আগৈলঝাড়া থেকে মোহন কাঠি যাওয়ার পথে বটতলা শাখা রোড দিয়ে হঠাৎ করে আগৈলঝাড়া টু মোহনকাঠি সড়কে বাইসাইকেল টি চলে আসে।

Leave a Reply